আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না- রয়

0
48

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের লিগে খেলার পরিকল্পনা জেসন রয়ের। ইংলিশ গণমাধ্যমের খবর, তাঁকে প্রায় ৩ লাখ পাউন্ড প্রস্তাব করেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। চলতি আইপিএলে লিগ পর্ব থেকে বাদ পড়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন এই ওপেনার। এদিকে যুক্তরাষ্ট্রের লিগে খেলতে গেলেও রয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে  বলেছেন, তিনি কখনোই ‘ইংল্যান্ড ছেড়ে যাবেন না’।

ইংলিশ গণমাধ্যমের দাবি, লস অ্যাঞ্জেলেসের সঙ্গে দুই বছরের চুক্তি করছেন রয়। বিনিময়ে পাচ্ছেন তিন লাখ পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চার কোটি)। এই চুক্তি করলে আসন্ন বিশ্বকাপে ইংল্যান্ড দলে থাকা অনিশ্চিত হয়ে পড়বে তাঁর, তবুও এই চুক্তিকেই নাকি বেছে নিচ্ছেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপ জেতা এই ওপেনার সাম্প্রতিক সময়ে জাতীয় দলে অনিয়মিত।

রয় তাঁর বিবৃতিতে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কিছুটা অনাকাঙ্ক্ষিত ধারণা তৈরি হওয়ার পর আমি এটা পরিষ্কার করতে চাই, আমি ইংল্যান্ড ছেড়ে যাচ্ছি না, কখনোই যাব না। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার সবচেয়ে গর্বের ব্যাপারই হয়ে থাকবে। আরও অনেক বছর ইংল্যান্ডের হয়ে খেলার আশা করি, এটিই আমার প্রাধান্য পাবে।’

এদিকে যুক্তরাষ্ট্রের নতুন এই লিগের প্রথম আসরে এরই মধ্যে চুক্তি করেছেন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস, দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া ও কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ আরও অনেকে। যোগ দেওয়ার কথা রয়েছে ট্রেন্ট বোল্ট ও অ্যাডাম জ্যাম্পার।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে পাঁচটি টেস্ট, ১১৬টি ওয়ানডে এবং ৬৪টি টি-টোয়েন্টি খেলেছেন রয়। ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে প্রায় ছয় হাজার রান করেছেন ডানহাতি এই ব্যাটার।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here