স্পোর্টস ডেস্কঃ ডিয়েন্দ্রা ডটিন ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন। এবার সরে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন উইন্ডিজের এই নারী ক্রিকেটার। ক্যারবিয়ানদের জার্সিতে অভিষেকের পর তিনি খেলেছেন ১৪৩টি ওয়ানডে, ১২৬টি টি-টোয়েন্টি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্টে বার্বাডোজের জার্সিতে সবশেষ ম্যাচ খেলেছেন ডটিন। ম্যাচে দারুণ ব্যাটিং করলেও বল হাতে ছিলেন খরুচে। এরপরই জাতীয় দলকে বিদায় বলেছেন বার্বাডোজের এই ক্রিকেটার।
ওয়ানডেতে ডটিনের রান আছে ৩৭২৭ আর টি-টোয়েন্টিতে ২৬৯৭। দুই সংস্করণে উইকেট পেয়েছেন যথাক্রমে ৭২ ও ৬২টি। মূলত দলের ড্রেসিংরুমে যথেষ্ট সহায়ক পরিবেশ না থাকায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ডটিন বলেছেন, ‘আমার ক্রিকেট ক্যারিয়ারে অনেক বাধাবিপত্তি এসেছে। ১৪ বছর ধরে আমি উইন্ডিজের হয়ে খেলছি। আমি সব সময়ই বাধাগুলোকে অতিক্রম করে এসেছি। কিন্তু বর্তমানে দলের পরিবেশ এমন নয় যে আমি আবেগ নিয়ে খেলতে পারি। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, আমি এই দলে খেলার মতো আর উপযোগী নই।’
উইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডটিন। নারীদের টি-টোয়েন্টিতে দ্রুততম শতকের রেকর্ডটিও তাঁর দখলে। ৩৮ বল খেলে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে রেকর্ড গড়েছিলেন তিনি। এবার সরে গেছেন আন্তর্জাতিক অঙ্গন থেকে। তবে ডটিন জানিয়েছেন সবধরনের ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০