স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ১৯৬১ সালের পর এই প্রথম নিজেদের মাঠে লিভারপুলকে হারিয়েছে ব্রাইটন হোভ এন্ড অ্যালবিওন। শনিবার রাতে অলরেডদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৭ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন সলি মার্চ। আরেক গোল আসে ড্যানি ওয়েলবেকের পা থেকে।
ম্যাচে যেন কোনো নিয়ন্ত্রণই ছিল না লিভারপুলের। পুরো ম্যাচেই দাপট দেখিয়ে খেলে ব্রাইটন। একের পর এক আক্রমণে বিধ্বস্ত রেখেছিল অ্যালিসনদের। ম্যাচ শেষে হতাশ লিভারপুল কোচ ইয়ের্গুন ক্লপ। তিনি বলেছেন, ‘খুব হতাশ। ব্রাইটনকে অভিনন্দন, এমন একটা দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয়ের জন্য। আমরা খুবই বাজে খেলেছি।’
ব্রাইটনের চেয়ে বাজে ম্যাচ মনে করতে পারছেন না ক্লপ, ‘মনে করতে পারছি না, ম্যাচে আমাদের কোনো ভালো অধ্যায় ছিল কি না। এর চেয়ে খারাপ কিছু হয় না। আমি এর চেয়ে খারাপ খেলা মনে করতে পারছি না। দলের বাজে পারফরম্যান্সের দায় আমার। দলকে সঠিক পথে ফেরানোর দায়িত্বটাও আমার।’
এই হারে পয়েন্ট টেবিলে লিভারপুলের অবস্থান আরও দুর্বল হলো। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান নবমে। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ব্রাইটনের অবস্থান সপ্তমে। লিগে আগের ম্যাচেই তারা ব্রেন্টফোর্ডের কাছে হেরেছিল ৩-১ গোলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post