স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের গ্রুপ পর্বে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার জয়ের দিনে ড্রেসিং রুমে দলটির জার্সি অবমাননার অভিযোগ উঠেছিল লিওনেল মেসির বিরুদ্ধে। এই অভিযোগটি করেছিলেন মেক্সিকান তারকা বক্সার ক্যানেলো আলভারেজ। যে কারণে এই বক্সার মেসির ওপর ক্ষোভ প্রকাশের পাশাপাশি মারার হুমকিও দিয়েছিলেন।
এবার মেক্সিকোর জার্সি পায়ে লাথি মারা নিয়ে মুখ খুলেছেন মেসি। তিনি বলেছেন, এটা ছিল শুধু মাত্র একটি ভুল বুঝাবুঝি। মেসি বলেন, ‘আমাকে যারা চেনেন, সবাই জানেন আমি কখনোই অন্যকে অসম্মান করি না। আমার এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। কারণ, আমি মেক্সিকো জাতীয় দল বা মেক্সিকান জনগণকে অসম্মান করিনি।’
এর আগে আলভারেজ মেসির ওপর ক্ষোভ প্রকাশের পাশাপাশি হুমকিও দিয়েছিলেন। তবে এই নিয়ে দেশ ও দেশের বাইরের ফুটবল প্রেমীদের রোষানলের মুখে পড়েন তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চেয়েছেন এই বক্সার। বুধবার (৩০ নভেম্বর) ৩২ বছর বয়সী মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে এক টুইটের মাধ্যমে লিওনেল মেসির কাছে ক্ষমা চেয়েছেন।
যেখানে ক্যানেলো লিখেছেন, ‘শেষ কয়েকটি দিন আমি আমার দেশের জন্য ভালোবাসা এবং আবেগ অনুভূত করেছিলাম এবং একটি মন্তব্য করেছিলাম যা ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার ভুলের জন্য মেসি এবং আর্জেন্টিনার কাছে ক্ষমা চাচ্ছি। প্রত্যেকদিনই আমরা নতুন কিছু শিখি। এবার আমিও নতুন কিছু শিখলাম।’