আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না- টাইগার কোচ হাথুরুসিংহে

    0
    26

    স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টেস্ট পেস বোলিংয়ে বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মুস্তাফিজ নেই, রুবেল, শাহাদত অফ ফর্মে, শহীদের ইনজুরি। বিকল্প পেসার তাই তাসকিন।

    ক্রিকেট বোর্ডের নির্বাচকরা তাসকিনকে টেস্টে চাইলেও প্রধান নির্বাচক হাথুরুসিংহের বাঁধায় তা আর হচ্ছে না। তাসকিনকে এখনো টেস্টে চান না প্রধান কোচ। তাসকিনকে নিয়ে কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নন হাথুরুসিংহে।

    প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের শনিবার সাংবাদিকদের বলেন, আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না। তাসকিন এখনো টেস্টের জন্য ফিট নয়। তাকে টেস্টে আমি এখনো চাই না।

    এর আগে তাসকিনকে টেস্ট স্কোয়াডের সম্ভাব্য খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করতে দেখা যায়। হঠাৎ করেই নির্বাচকরা তাকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে নিয়ে আসেন। এদিকে, মোস্তাফিজুর রহমান ইনজুরিতে রয়েছেন। সঙ্গে যোগ হয়েছে মোহাম্মদ শহীদের চোট। প্রথম প্রস্তুতি ম্যাচে রুবেল হোসেনকে রাখা হলেও নির্বাচকরা তার অফফর্ম নিয়ে চিন্তিত। তাই তাসকিনের উপর কিছুটা দায়িত্ব দিয়ে চেয়েছিল নির্বাচকরা।

    হাথুরুসিংহে জানান, ‘তাসকিন তার ক্যারিয়ারে এখনও টানা চারদিন মাঠে বোলিং-ফিল্ডিং করেনি এবং ১৫ ওভার করে বোলিংও করেনি। আপনি যদি সম্প্রতি কোনো চারদিনের ম্যাচ না খেলেন তাহলে আপনাকে দিয়ে দীর্ঘ পরিসরের কথা চিন্তা করা যাবে না। কারণ ১৫ ওভার বোলিংয়ের পাশাপাশি পুরোদিন ফিল্ডিং আপনার জন্য হবে নতুন অভিজ্ঞতা। তাই এটা তাসকিনের জন্যও একেবারেই নতুন। আমি কারো ক্যারিয়ার ধ্বংস করতে চাই না।’

    কোচের এ মন্তব্যে হয়তো পরিষ্কার হয়ে গেছে, তাসকিন অনুশীলনে থাকলেও টেস্ট অভিষেক এখনি হচ্ছে না তার।

    তাসকিন প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘আপনারা হয়তো ভাবছেন তাসকিন সীমিত ওভারে ভালো করলেও সে টেস্টে নেমে ম্যাজিকাল কিছু করবে। এমনটি মোটেও না। বরং সেটি তার ক্যারিয়ারের জন্য হুমকি।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here