স্পোর্টস ডেস্কঃ গেল মঙ্গলবার জরুরী বৈঠক করেও, অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নেতৃত্বের কাঙ্খিত সেই ঘোষণা আসেনি। পিছিয়ে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা।
আসন্ন এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বা স্থায়ীভাবে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক কে হবেন, সেটি নির্ধারণ করতে আরও দুই থেকে তিন দিনের সময় নেবে বলে জানায়, বিসিবি। তবে আগামী ১২ আগস্টের মধ্যেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে।
বিসিবি অধিনায়কের সম্ভাব্য তালিকা তৈরি করেছে। আর সেই সব সম্ভাব্য অধিনায়কদের সাথে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্ভাব্য সেই অধিনায়করা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। অতীতে বিভিন্ন সময় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস আছেন আলোচনায়। বাংলাদেশের অলিখিত সহ-অধিনায়ক কী নতুন অধিনায়ক হচ্ছেন কিনা, সেই প্রশ্ন ছুঁড়ে গেছে লিটনের কাছে।
রাজধানীতে এক বাণিজ্যিক প্রচারণায় অংশ নিয়ে লিটন অবশ্য এই নিয়ে কথা বলেননি খুব একটা। অধিনায়কের সিদ্ধান্ত বোর্ডের কাছ থেকেই জানতে বলেছেন। তবে একইসাথে জানিয়েছেন, নেতৃত্ব পেলে অবশ্যই শতভাগ দেওয়ার চেষ্টা করবেন।
লিটন দাস বলেন, ‘এই জিনিসটা (অধিনায়কত্ব) সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো ১/২ দিনের ভেতরে সংবাদ পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনারা বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের কর্মচারীর মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’
এই তারকা আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। ২/১ দিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post