আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব- সাইফ

0
85

নিজস্ব প্রতিবেদকঃ তিন মাস কেটে গেলেও মাঠে ফেরা হয়নি সাইফউদ্দিনের। তবে এবার শুরু হতে যাচ্ছে এই অলরাউন্ডারের মাঠে ফেরার লড়াই। উন্নত চিকিৎসার জন্য তাকে কাতার পাঠাচ্ছে বোর্ড। সব ঠিক থাকলে আজ (শনিবার) সন্ধ্যায় কাতারের বিমান ধরবেন তিনি।

গত মে মাসে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাইফ। সেই চোটে মাঠের বাইরে তিনি। এবার নতুন লড়াই শুরুর আগে সংবাদমাধ্যমে বললেন, ফিরে আসার অভিযানে হাল ছাড়তে রাজি নন। শনিবার সাইফ বলেন, ‘ক্রিকেট আমার পেশা। সত্যি বলতে, আমি বিসিএস ক্যাডার নই যে অন্য কোনো চাকরি করব (হাসি)। যত দিনই খেলতে হবে, লড়াই করে খেলতে হবে। এটা আমার রুটি-রুজি। ক্রিকেট আমার সব কিছু। এটার জন্য যতটুকু করা দরকার, সব সময় করে এসেছি এবং সবসময় করব।’

সবাই যখন ক্রিকেট নিয়ে ব্যস্ত, তখন নিজের কষ্টটা গোপন করলেন না সাইফউদ্দিন, ‘অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব কলিগ, বন্ধুবান্ধব, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড় কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা―এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হব, ইনশাআল্লাহ্‌ তখন আবার ওদের একটা অংশ হব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here