আমি বড় ইনিংস খেলতে চাই- তামিম

0
15

স্পোর্টস ডেস্ক: দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আফগানিস্তান সিরিজে হয়েছেন সিরিজ সেরা। ব্যাটিংয়ে তার আশপাশেও নেই কেউ। সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কারটাও পেয়েছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে সাতটি সেঞ্চুরি করলেও এখনও ডাবল সেঞ্চুরির কাছাকাছি যেতে পারেননি। এটা কি কখনো করতে পারবেন?

একটি গণমাধ্যম সেখানেই তাকে প্রশ্ন করে, এ যুগে তো ওপেনারদের চোখ থাকে ডাবল সেঞ্চুরির দিকেও। কখনো কি মনে হয়েছে তামিম একটা ডাবল সেঞ্চুরি মিস করে ফেলেছেন! তামিমের ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার সম্ভাবনা আছে কিনা?

উত্তরে তামিম বলেন, ‘সুযোগ মিস না করলে ডাবল হান্ড্রেড হতেও পারে। তবে বলে-কয়ে করা সম্ভব না। পরশু যেমন সুযোগ ছিল। অবশ্য ডাবল সেঞ্চুরির কথা ভেবে খেলিনি। চেষ্টা করেছি দ্রুত রান তুলতে। শেষ পর্যন্ত জানতাম না কী হবে। তবে দুই-তিনটা ছক্কা মেরে আউট হয়ে গেলে হবে না। আমারও হয়নি।’

তবে ডাবল সেঞ্চুরি না হোক বড় স্কোর করতে পারবেন এমনটাই ধারণা তামিমের। তিনি বলেন, ‘ আমার বিশ্বাস আমি অনেক বড় রান করতে পারব। আমি চাই বড় ইনিংস খেলতে, তবে ‘নাম্বার’ দিয়ে বলতে চাই না। ১৫০-১৬০ নাকি ২০০, ওভাবে ভাবি না। অনেকেরই স্বপ্ন থাকে। আমিও ওয়ানডেতে বড় ইনিংস খেলতে চাই। তাই বড় ইনিংসটা কত বড়, সে ঘোষণা দিতে পারছি না।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here