স্পোর্টস ডেস্ক:: রিয়াল মাদ্রিদের মতো বড় দলে খেলেছেন। ইউরোপের শীর্ষ লিগগুলো দাঁপিয়ে বেড়িয়েছেন। মাদ্রিদে ১৪ বছর কাটিয়ে দেওয়া সেই করিম বেনজেমা হঠাৎ করেন সৌদী আরবে গেলেন? এনিয়েই যতো জল্পনা-কল্পনা।
অবশেষে করিম বেনজেমা নিজেই সব প্রশ্নের উত্তর দিলেন। কেন তিনি সৌদী আরবের ফুটবলে গেলেন সেই ব্যাখাও দিয়েছেন। প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর থাকা, সবচেয়ে বড় বিষয় তিনি একজন মুসলিম, তাই মুসলিম দেশটিতে গেছেন।
এসব কারণের বাইরে অর্থও রেখেছে বড় প্রভাব। সৌদীর ক্লাব আল ইতিহাদ বেনজেমাকে ২০ কোটি ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছিলো। যার কারণেই সৌদীর ফুটবলে পাড়ি দিয়েছেন ফরাসি ফুটবলের এই বড় তারকা।
একজন মুসলিম হিসেবেই সৌদীতে গেছেন জানিয়ে করিম বেনজেমা বলেন, ‘আমি একজন মুসলিম, এটা (সৌদি আরব) একটা মুসলিম দেশ। আমি এখানে থাকতে চেয়েছি। আমি সৌদিতে এসেছি এবং এখানে ভালো লাগে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এটা একটা মুসলিম দেশ, প্রিয় এবং সুন্দর। যখন আমি আমার পরিবারকে সৌদি আরবে আসার কথা জানালাম, তারাও সবাই খুশি ছিল। আমি এখানে এসেছি। আমি আসলে এটাই চেয়েছিলাম।’
রোনালদোর সৌদী আরবে থাকাটাও বিবেচনায় ছিলো জানিয়ে বেনজেমা আরো বলেন, ‘আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ক্রিশ্চিয়ানো রোনালদোও সৌদি আরবে আছেন। তিনি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি এই দেশে ফুটবলের অনেক কিছু নিয়ে এসেছেন, তারও খেলার লেভেল আরও বাড়িয়েছেন। সৌদি আরবের ফুটবলের বিশ্বে একটা প্রভাব আছে, এটা দেখানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post