নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ-আফগানিস্তান ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ বুধবার থেকে শুরু হচ্ছে। চট্টগ্রামে সিরিজ শুরুর আগেরদিন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন তিনি শতভাগ ফিট নন। তবুও খেলবেন তিনি। বাঁহাতি এই ওপেনার দীর্ঘদিন থেকে পিঠের চোট নিয়ে আছেন। খেলতে পারেন নি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে। তবে ওয়ানডে তাঁকে দেখা যাবে মাঠে। অন্তত প্রথম ওয়ানডেতে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তামিম জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলেও শরীর ভালো আছে। আর তিনি প্রথম ওয়ানডেতে খেলবেন। তামিম বলেন, ‘আমি অবশ্যই আগামীকালের ম্যাচের জন্য আছি। শরীর আগের চেয়ে ভালো। তবে এটা বলব না যে শতভাগ (ঠিক আছি)। কাল খেলার পর আরও ভালো বুঝতে পারব যে কী অবস্থা। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত, আমি কাল খেলছি, ইনশা আল্লাহ।’
তামিম সিরিজ শুরুর আগে নিজের ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও ম্যাচের দিন সকালে নতুন সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাচ চলাকালে যদি আমার মনে হয় যে আমি ঠিক প্রস্তুত নই বা এটি ঝুঁকিপূর্ণ হতে পারে, তাহলে আমি ও মেডিকেল টিম মিলে সিদ্ধান্ত নেব। আপাতত আমি আগামীকালের ম্যাচের জন্য ফিট। দেখা যাক, কাল কী হয়!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post