আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি- তামিম

0
52

স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলে অভিষেকের পর ইংল্যান্ডের মাঠে ১৫ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট খেলেছেন তামিম ইকবাল। ওয়ানডেতে সবশেষ ম্যাচটি এই বাঁহাতি খেললেন গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে ম্যাচটিতে দারুণ ফিফটি হাঁকান টাইগার অধিনায়ক তামিম।

ম্যাচ শেষে তৃপ্ত তামিম। দল জিতেছে ৪ রানে। তাঁর দল আইরিশদের সিরিজ হারিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচ শেষে আবেগাক্রান্ত বাংলাদেশ অধিনায়ক জানালেন, ইংল্যান্ডে হয়ত আন্তর্জাতিক ক্রিকেট আর খেলা হবে না তার। শেষ ম্যাচটা তাই চেয়েছিলেন রাঙাতে। আর শেষ পর্যন্ত জয় পেয়েছে টাইগাররা।

২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত করা আইসিসির  ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ইংল্যান্ডে বাংলাদেশের কোন সফর নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা তামিম বলেন, ‘আমি সম্ভবত ইংল্যান্ডে শেষ ম্যাচটা খেলে ফেলেছি, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচের কথা বলব। আগামী তিন-চার বছরে কোন সূচি নেই। কাজেই এটাই সম্ভবত আমার শেষ ম্যাচ। খুব উপভোগ করেছি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here