আমি সর্বকালের সেরা অফ স্পিনার- ক্রিস গেইল

0
41

স্পোর্টস ডেস্ক:: ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল নিজেকে সেরাদের একজন দাবি করতেই পারেন। দীর্ঘ দিন শাসন করেছেন বোলারদের। তবে তিনি কিনা নিজেকে দাবি করলেন সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে। গেইলের এই দাবিতে অনেকেই চমকে যাওয়ার কথা।

আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের উইকেট ২৬০টি, ঘরোয়া টি-২০ ক্রিকেটে তার শিকার ৮৩টি উইকেট। আর তাতেই তিনি নিজেকে দাবি করলেন সর্বকালের সেরা অফ স্পিনার হিসেবে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ক্যারিবিয়ান এমন দাবি করেন।

তবে ব্যাটার ক্রিস গেইল যে সেরাদের সেরা একজন, তা নিয়ে সন্দেহ নেই। টি-২০ স্পেশালিস্ট খ্যাত এই তারকার ৩৬.২২ হগে ১৪ হাজারের বেশি রান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটেই তার আছে ২২ সেঞ্চুরি। আর তিনিই নিজেকে সেরা স্পিনার দাবি করে বসলেন!

এমনকি ক্রিকেট বিশ্বে ব্যাটারদের আতঙ্কের নাম মুত্তিয়া মুরালিধরন থেকেও নিজেকে এগিয়ে রাখছেন গেইল। সর্বকালের সেরা এই অফ স্পিনারের চেয়ে নিজেকে এগিয়ে রেখেছেন তিনি। ৪২ বছর বয়সী এই ক্রিকেটার এখনো অবসরের চিন্তায় যাননি। নিজেকে নিয়ে যেতে চান আরো উপরে।

সাক্ষাৎকারে ক্রিস গেইল বলেন, ‘আপনি জানেন? আমার বোলিং একেবারেই সহজাত। অবশ্যই আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। মুরালিধরনও আমার সঙ্গে লড়াইয়ে নেই। আমার ইকোনমিই সেরা। এমনকি সুনল নারাইনও আমার ধারে-কাছে নেই।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here