স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষা ছিল সোমবার। তবে নিউ ইয়র্কে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি প্রত্যাশা অনুযায়ী হয়নি। লো-স্কোরিং ম্যাচ হয়েছে। যদিও এই লো-স্কোরিং ম্যাচেই ছড়িয়েছে রোমাঞ্চ। নিউইয়র্কে লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটে জিতলেও, প্রোটিয়াদের সেই জয় ছিল কষ্টসাধ্য।
আগে ব্যাট করে ইনিংসের ৫ বল বাকি থাকতে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে সেই রান টপকাতে দক্ষিণ আফ্রিকাকে খেলতে হয়েছে ১৬.২ ওভার পর্যন্ত, হারিয়েছে ৪টি উইকেট। যা লড়াইয়ের ইঙ্গিতই দেয়। লো-স্কোরিং ম্যাচে স্বাভাবিকভাবেই বাউন্ডারি কম হয়েছে। এর মধ্যে ছক্কা হয়েছে মাত্র ৬টি। দুই দলের লড়াই হলেও, লো-স্কোরিংয়ের কারণে অনেকটাই মন ভরাতে পারেনি সমর্থকদের।
তবে দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া জানিয়েছেন ভিন্ন কথা। ম্যাচে দারুণ বোলিং করা (৭ রানে ৪ উইকেট) এই প্রোটিয়া পেসার জানিয়েছেন আমেজপূর্ণ ম্যাচ হতে সবসময় ২০টি ছক্কা লাগে না। তার কাছে এই ম্যাচ দারুণ ছিল। ক্রিকেটের জন্যও দারুণ দিন ছিল। দর্শক হয়েছে ম্যাচে, উচ্ছ্বাস দেখা গেছে তাদের মাঝেও।
নরকিয়া বলেন, ‘আমার তো মনে হয়, ম্যাচটা দারুণ ছিল। আমি মনে করি ভালো আমেজ ছিল। অনেক দর্শক হয়েছে। সবাইকে দেখা এবং মানুষের উচ্ছ্বাসও ছিল অসাধারণ। ক্রিকেটের জন্যও দারুণ এক দিনই ছিল এটা।’
লো-স্কোরিং প্রসঙ্গে নরকিয়ার ভাষ্য, ‘আমি যদি ভুল করে থাকি, শুধরে দিবেন। কিন্তু একটা ম্যাচকে আমেজপূর্ণ করে তুলতে ২০টি ছক্কা লাগবে সবসময়, বিষয়টা সেটা নয়। একটা ম্যাচে অনেক কৌশল-দক্ষতা থাকে। একটা ম্যাচকে বিনোদনময় করে তুলতে ছক্কা থাকতে পারে। আবার এটাকে পেসার বা স্পিনাররাও বিনোদনমূলক করে তুলতে পারে। আমার মতে, ম্যাচটি দুর্দান্ত ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post