স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে বাবর আজমদের পাকিস্তান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করা দলটি ১৫৯ রান তুলেছে সাত উইকেটে। জয়ের জন্য ১৬০ রান করতে হবে স্বাগতিকদের।
ডালাসে আগে ব্যাট করা পাকিস্তান অধিনায়ক বাবর আজম ও শাদাব খানের ব্যাটেই দেড়শো উর্ধ্ব সংগ্রহ করেছে। ইনিংসের শুরুতেই ওপেনার রিজওয়ান ফিরে যান ব্যক্তিগত ৯ রানে। তিনে নামা উসমান খানও ফিরেন দ্রুত। ব্যক্তিগত ৩ রানে দলীয় ১৪ রানেই সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর চারে নামা ফখর জামানও হতাশ করেন সমর্থকের। দলীয় ২৬ রানেই তৃতীয় উইকেটে ব্যক্তিগত ১১ রানে প্যাভেলিয়েন ফেরেন তিনি।
পঞ্চম উইকেটে শাদাবকে নিয়ে জুটি গড়েন বাবর আজম। শুরুর বিপর্যয় সামলে পাকিস্তানে পথে ফেরান দু’জনে। দলীয় ৯৮ রানে ১৩তম ওভারের চতুর্থ বলে শাদাবের বিদায়ে ভাঙে তাদের জুটি। তিন ছক্কা ও এক চারে ২৫ বলে ৪০ রানে ফিরে যান এই ব্যাটার। তার বিদায়ের পর উইকেটে আসা আজম খানও ফিরেন দ্রুত। এরপর বাবরও ফিরেন ইনিংস সর্বোচ্চ ৪৪ রান করে। ৪৩ বলে তিন চার ও দুই ছক্কায় নিজের ইনিংসটি সাজান পাক অধিনায়ক। শাহিন আফ্রিদীর অপরাজিত ২৩ আর ইফতেখারের ১৮ রানে সাত উইকেটে ১৫৯ রানে থামে পাকিস্তান।
যুক্তরাষ্ট্রের হয়ে নতুশি ৩টি ও সুরাবা ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post