স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের এক সময়ের তারকা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন এই বছরের মাইনর লিগ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের জন্য অধীর অপেক্ষায়। দেশটিতে স্থায়ীভাবে ঘাঁটি গড়ে থাকা সাবেক কিউই ক্রিকেটার এই টুর্নামেন্টকে আমেরিকান ক্রিকেটের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সম্প্রতি বাঁহাতি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন বলেন, ‘এই গ্রীষ্ম হতে যাচ্ছে আমেরিকান ক্রিকেট ইতিহাসের বড় ধাপ। জুলাইয়ে মাইনর ক্রিকেট লিগে খেলতে আমি উন্মুখ হয়ে আছি। আমেরিকান ক্রিকেটের জন্য এটা সত্যিই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা।’
২০২১ সালে যুক্তরাষ্ট্রের শহরভিত্তিক দলের নামে প্রতিযোগিতা শুরু হওয়া মাইনর লিগ ক্রিকেটের এবারের টাইটেল স্পন্সর সুনোকো। অফিসিয়াল পার্টনার আমেরিকার শীর্ষস্থানীয় দক্ষিণ এশিয়ান ফুড ব্র্যান্ড লক্ষ্মী।
আসন্ন মৌসুমে সর্বোচ্চ সংখ্যক ১৫০ ম্যাচ খেলা হবে। আগস্ট-সেপ্টেম্বরের এই প্রতিযোগিতার জন্য মে মাসে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। সব মিলিয়ে ২৬টি দলের অংশগ্রহণে হবে তৃতীয় আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post