স্পোর্টস ডেস্ক:: আমেরিকার এক স্বর্ণজয়ী খেলোয়াড়কে বন্দী করে জো বাইডেনের কাছে তার বিনিময়ে ‘কুখ্যাত অপরাধী’কে ফেরত চেয়েছে পুতিনের রাশিয়া। আমেরিকার হয়ে দু’বার অলিম্পিকে সোনা জিতেছেন বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনি গ্রিনার। চার মাস আগে তিনি একটি টুর্নামেন্টে অংশ নিতে রাশিয়ায় গিয়ে ছিলেন। এরপর বিমান বন্দরেই তাকে আটক করে রাশিয়ার পুলিশ। তারা অভিযোগ করে, আমেরিকার এই নারী বাক্সেটবলের খেলোয়াড়ের কাছে মাদক পাওয়া গেছে। এরপর থেকেই তিনি কারাগারে আটক আছেন।
ইতিমধ্যে রাশিয়া দাবি করেছে- ব্রিটনি আদালতে তার অপরাধ স্বীকার করেছেন। তার শাস্তি সর্বোচ্চ ১০ বছর হতে পারে। অন্য দিকে কিছু দিন আগেই তাকে মুক্তির ব্যবস্থা করতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আবেদন করেন তিনি। এবার হয়তো তার মুক্তির ব্যবস্থা হচ্ছে।
ভ্লাদিমির পুতিনের রাশিয়া আমেরিকার এই খেলোয়াড়কে মুক্তি দিতে ‘সম্মত’ হয়েছে। বিনিময়ে মুক্তি চেয়েছে আমেরিকার কারাগারে বন্দী রাশিয়ার এক নাগরিককে। যিনি আবার আমেরিকার কাছে ‘কুখ্যাত অপরাধী’ হিসেবে পরিচিত।
রাশিয়া ব্রিটনির বিপরীতে ফেরত চেয়েছে ভিক্টর বটকে। যিনি আমেরকিার কাছে ‘কুখ্যাত অপরাধী’ হিসেবে চিহৃিত। ভিক্টর বটকে আধুনিক বিশ্বের কুখ্যাত অস্ত্র চোরাালানকারী বলা হয়। তার জীবনি নিয়ে ২০০৫ সালে মুভিও তৈরি করা হয়। হলিউড সুপারস্টার নিকোলাজ কেজ অভিনীত ‘লর্ড অব ওয়ার’ নামের ছবিটিতে উঠে আসে ভিক্টর বটের বিশাল অস্ত্র ভান্ডারের চিত্র।
রাশিয়ান এই অস্ত্র ব্যবসায়ী আফ্রিকার দেশ এঙ্গোলার সরকারী ও বিদ্রোহী দুই পক্ষের কাছেই অস্ত্র বিক্রি করেন। তালেবান ও আল কায়েদার কাছেও তিনি অস্ত্র বিক্রি করতেন। ২০১০ সালে কুখ্যাত এই অপরাধীকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। এরপর থেকেই তিনি কারাগারে বন্দী আছেন। এবার ব্রিটনিকে আটকে রাশিয়া তাকে ছাড়িয়ে নিতে চায়।
আমেরিকার সোনাজয়ী এই বাস্কেটবল খেলোয়াড় দাবি করেছেন, তাকে রাশিয়া মিথ্যা অভিযোগে আটক করেছে। তাকে মুক্তির ব্যবস্থা নিতে কারাগার থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন। সেখানে তাকে মুক্তির ব্যবস্থা নিতে অনুরোধ করেন তিনি।
ব্রিটনি রাশিয়ার কারাগার থেকে নিজ দেশের প্রেসিডেন্টের কাছে লেখা চিঠিতে বলেন ‘জেলে থাকতে আমি ভয় পাচ্ছি। পরিবার, বন্ধুদের কথা মনে পড়ছে। মনে হচ্ছে, সারা জীবন জেলেই না কাটাতে হয় আমাকে। আমার পরিবার খুব কষ্টে রয়েছে। দয়া করে এখান থেকে আমার মুক্তির ব্যবস্থা করুন।’
আমেরিকা এবং রাশিয়ার মধ্যে অবশ্য বন্দী বিনিময় চুক্তি আছে। গত এপ্রিলে দুই দেশ বন্দী বিনিময়ও করে। আমেরিকা রামিয়ার বিমানবাহিনীর এক পাইলটকে মুক্তি দেয়। তার বিপরীতে রাশিয়া আমেরির নৌবাহিনীর এক অফিসারকেও মুক্তি দেয়। তবে তাতে অবশ্য সোনাজয়ী বাস্কেটবল খেলোয়াড় ব্রিটনির আলোচনা ছিলো না। এবার তিনি তাই সরাসরি প্রেসিডেন্টকে চিঠি লিখেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০