স্পোর্টস ডেস্কঃ ফুটবলের নতুন ঠিকানা বেছে নিলেন জর্জো কিয়েল্লিনি। এই ইতালিয়ান কিংবদন্তী এবার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজেই নিশ্চিত করেন কিয়েল্লিনি।
১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য সমাপ্ত মৌসুমে জুভেন্টাস ছেড়েছেন কিয়েল্লিনি। এছাড়া ‘লা ফিনালিসিমা’ দিয়ে বিদায় বলেছেন আন্তর্জাতিক ফুটবলকেও। ক্যারিয়ারের এই গৌধুলি লগ্নে এসে এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন কিয়েল্লিনি। যোগ দিচ্ছেন মেজর সকার লিগের দল লস অ্যাঞ্জেলেসে।
৩৭ বছর বয়সী কিয়েল্লিনি ২০০৪ সালে জুভেন্টাসে যোগ দেন। শুরুর মৌসুমে ধারে খেলেন ফিওরেন্তিনায়। এরপর সেখানে নিয়মিত হন ধীরে। ক্লাবটির রক্ষণভাগের অন্যতম কাণ্ডারি হিসেবে নিজেকে এক উচ্চতায় নিয়ে যান তিনি। সব মিলিয়ে জুভেন্টাসের জার্সিতে জিতেছেন ২০টি ট্রফি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা