স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপে বিশ্বকে চমকে দেওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র পাকিস্তান, কানাডাকে হারিয়ে ভারাতকেও হারানোর কথা জানিয়ে ছিলো। তবে শেষ পর্যন্ত বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতের সঙ্গে পেরে উঠেনি মার্কিন মুল্লুক।
যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে রোহিত শর্মার ভারত। আগে ব্যাট করা স্বাগতিকরা ১১০ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা ভারত মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
টস হেরে আগে ব্যাট করতে নামা যুক্তরাষ্ট্র স্টিভেন টেলর ও নিতিশ কুমারের ব্যাটে চড়ে ৮ উইকেটে ১১০ রান তুলেছিলো। দুই ছক্কায় ৩০ বলে ইনিংস সর্বোচ্চ ২৪ রান করেন টেলর। দ্বিতীয় সর্বোচ্চ ২৭রান করেন নিতিশ কুমার। এছাড়াও কোরি আন্ডারসন ১৫ রান করেন।
ভারতের হয়ে অর্শ্বদ্বীপ ৪টি ও পান্ডিয়া ২টি করে উইকেট লাভ করেন।
১১১ রানের টার্গেটে খেলতে নামা ভারত দ্রুত তিন উইকেট হারালেও সূর্যকুমারের হাফ সেঞ্চুরি ও শিবম দুবের ব্যাটে ৭ উইকেটের জয় নিশ্চিত করে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৫০ রান করে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। ৪৯ বলের ইনিংসে দু’টি করে চার ও ছক্কা হাঁকান তিনি। একটি করে চার ও ছক্কায় ৩৫বলে ৩১ রানে অপরাজিত থাকেন শিবম দুবে। ১৮ রান করেন ঋশব পন্থ। রোহিত করেন তিন রান। বিরাট কোহলি ফিরেন ডাক মেরে।
যুক্তরাষ্ট্রের হয়ে সুরাবা ২টি ও আলী খান ১টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post