স্পোর্টস ডেস্কঃ সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ারিং থেকে অবসরের ঘোষণা দিলেন ম্যারাইস এরাসমাস। আসন্ন এপ্রিল মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাথে চুক্তি শেষ হবে এলিট প্যানেলভুক্ত এরাসমাসের। আর এরপরই চুক্তি নবায়ন করবেন না তিনি।
অবসরের সিদ্ধান্ত নিয়েছেন গেল ওয়ানডে বিশ্বকাপের আগেই। ২০২৩ সালের অক্টোবরে আইসিসিকে জানিয়েও দিয়েছিলেন তিনি। এবার নিজে থেকে ঘোষণাও করে দিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং না করলেও, ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
৬০ বছর বয়সী এরাসমাস ক্রিজবাজকে বলেন, ‘গেল বছরের অক্টোবরেই আমি সিদ্ধান্ত নিয়েছি। আইসিসিকে সেটা জানিয়েও দিয়েছি যে, এপ্রিলে আমার চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকব না। প্রথম দুই মাস আমি শীতকালীন ছুটি কাটাব। দেশের মধ্যেই ভ্রমণের পরিকল্পনা করে রেখেছি।’
‘সেপ্টেম্বর থেকে আমি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার অধীন চলে যাব। তারা আমাকে কীভাবে ব্যবহার করবে, সেটা চূড়ান্ত করতে হবে। পরবর্তী মৌসুমে আমি ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করব এবং একই সঙ্গে পরামর্শকের ভূমিকায় থাকব।’
আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার এরাসমাসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ২০০৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ের যাত্রা শুরু করেন এরাসমাস।
দেড় যুগের ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। একাধিক ওয়ানডে বিশ্বকাপের ফাইনালসহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেন এরাসমাস। ২০১৬, ২০১৭ ও ২০২১ সালে বর্ষসেরা আম্পায়ারও নির্বাচিত হয়েছিলেন এরাসমাস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post