নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফের শাস্তি পেলেন নুরুল হাসান সোহান। আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে ম্যাচ ফি জরিমানা গুনেছেন, সঙ্গে পেয়েছেন ডিমেরিট পয়েন্টও। এর বাইরে শাস্তি পেয়েছেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
মূলত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচের ঘটনা। সিলেটের ইনিংস চলাকালীন শেষ দিকে পেসার রবিউল হকের করা এক ওভারে টানা দুই বাউন্সের কারণে ‘নো বল’ ডাকেন আম্পায়ার।
তবে সেই সিদ্ধান্ত মানতে পারেননি অধিনায়ক সোহান। আম্পায়ার প্রগীত রামভুকেলা সাথে জড়িয়ে পড়েন তর্কে। সেখানে যোগ দেন পরবর্তীতে পাক তারকা হারিসও। যদিও আরেক আম্পায়ার গাজী সোহেল এগিয়ে এসে শান্ত করেন পরিস্থিতি।
তবে ম্যাচের মধ্যে সেই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানানোয় শাস্তি পেয়েছেন সোহান ও হারিস। সোহানকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করার পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এর বাইরে হারিসকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে ও তিরস্কার করা হয়েছে। দুজনই শাস্তি মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি।
এর আগেও বিপিএলে শাস্তি পেয়েছেন সোহান। তার নামের পাশে যোগ হয়েছিল এক ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ জরিমানা। সব মিলিয়ে তিন ডিমেরিট যোগ হলো নামের পাশে। যদি আরও এক ডিমেরিট পয়েন্ট পান, তবে বিপিএলে নিষিদ্ধ হবেন এক ম্যাচের জন্য।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post