Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ারদের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত, মাঠেই প্রতিবাদ তামিমের

আম্পায়ারদের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত, মাঠেই প্রতিবাদ তামিমের

0
8

স্পোর্টস ডেস্ক:: আম্পায়ারিং ‘বিতর্ক’ পিছু ছাড়ছে না। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচগুলোতে পক্ষপাতিত্ব করে আসছেন আম্পায়াররা। এবার ক্যারিবিয়ান সফরেও তার ব্যতিক্রম নয়। গায়ানায় প্রথম এক দিনের ম্যাচটিতে ‘বিতর্কতি’ আম্পায়ারিং হয়েছে। আম্পায়ারদের পক্ষপাতিত্বের প্রতিবাদ মাঠেই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

অনফিল্ড আম্পায়ার ব্রেকলি বাফের্ডের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন টিভি আম্পায়ার নাইজেল ডুগিড। তাতে করে অভিষেকে দুর্দান্ত বোলিং করেও উইকেট শুন্য থেকেছেন স্পিনার নাসুম আহমদ। ইনিংসের তৃতীয় ওভারে নাসুমের বলে এলবিডাব্লিউ হন সামা ব্রুকস। অনফিল্ড আম্পায়ার ব্রেকলি আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

টিভি আম্পায়ার নাইজেল ডুগিড অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বাতিল করে দেন ‘বিতর্কিত’ সিদ্ধান্ত। জানান সামার ব্রুক নট আউট। অথচ নিয়ম অনুযায়ী ক্যারিবিয়ানদের এই ব্যাটার আউটই। তখন শুন্য রানে ছিলেন এই ব্যাটার। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল সাথে সাথেই প্রতিবাদ মুখর হয়ে উঠেন। আম্পায়ারদের সাথে বিতণ্ডায় জড়ান।

শুন্য রানে আম্পায়ারের কল্যাণে জীবন পাওয়া সামার ব্রুকস ক্যারিবিয়ানদের হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেছেন। ৬৬ বলের বিপর্যয় ঠেকানোর চেষ্টা করা ধৈর্য্যশীল ইনিংস খেলেন এই ব্যাটার। তাতেই স্বাগতিকদের পূঁজি যায় দেড়শো পর্যন্ত।

ক্যারিবিয়ান অধিনায়ক নিকোলাস পুরানও পেয়েছেন আম্পায়ার সহযোগিতা। তিনি যখন রানআউট হচ্ছিলেন আম্পায়ার তখন তাকে এলবিডাব্লিউ দিয়ে দেন। পরে রিভিউ নিয়ে তিনি এলবিডাব্লিউ থেকে বেঁচে যান। সেই সঙ্গে বাঁচেন রানআউট হওয়া থেকেও। কারণ নিয়ম অনুযায়ী আম্পায়ার এলবিডাব্লিউ ঘোষণার সাথে সাথে রানিং ও রান নেওয়া দু’টাই বাতিল হয়ে যায়।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৪১ ওভারে ৯ উইকেটে তুলে ১৪৯ রান। ১৫০ রানের টার্গেটে ব্যাট করতে নামে বাংলাদেশ। তখনো আম্পায়ারদের ‘বিতর্কিত’ সিদ্ধান্ত আসে। অণফিল্ড আম্পায়ার লিটন দাসকে এলবিডাব্লিউ দেন। যেটা না দিলেও পারা যেতো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here