স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে বলের আঘাতে ব্যাটসম্যানদের মৃত্যুর ঘটনটা ঘটে প্রায় সময়। আম্পায়ারদের বেলায়ও একই ঘটনা ঘটে মাঝমেধ্য। মাঠে নিরাপদে থাকার জন্য সম্প্রতি আম্পায়াররা এক প্রকার নিরাপত্তা ‘ঢাল’ নিয়ে মাঠে নেমে ছিলেন। এবার এটি নিয়ে ‘বিতর্ক’ শুরু হলো।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রথমবার অস্ট্রেলিয়ান আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড হাতে এক ধরণের ‘ঢাল’ পরে মাঠে নামলেন। হঠাৎ করে বল লেগে যাতে আহত না হন সেজন্যই এই ব্যবস্থা।
এর পর থেকে বেশ কয়েকজন আম্পায়ার টি-টোয়েন্টিতে এমন ডাল ব্যবহার করেছেন। এবার ওয়ানডেতেও এই গার্ড ব্যবহার করা হলো। তবে অভিযোগ উঠেছে, এই গার্ড আম্পায়ারদের চলাচলকে সংযত করে।
চলতি ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের রোববারের প্রথম ওয়ানডে আবারও সেই ব্রুসই গার্ড পরে মাঠে আসেন। তবে তার এই গার্ড পরে মাঠে আসায় কথা উঠেছে। অস্ট্রেলিয়ার আরেক আম্পায়ার কার্ল ওয়েন্টজেল বলেন, ‘ছবিতে দেখে মনে হয়েছে তিনি এটাকে হেলমেট হিসেবেও ব্যবহার করছেন। কিন্তু আমি অবাক হয়ে ভেবেছি, তার নিশ্চই স্কোর দেখাতে (ওয়াইড, নো, ছয় ইত্যাদি) সমস্যা হওয়ার কথা।’
এই কার্লই প্রথমবার ক্রিকেট মাঠে হেলমেট পরেছিলেন। তার মতে, এই হাতের গার্ডে ক্রিকেটাররা আহত হতে পারেন। তিনি বলেন, ‘ক্রিকেটাররা অসাবধান হলেই এটায় (গার্ডে) তারা আহত হতে পারেন।’
তিনি বলেন, ‘আমি কখনই হাতের ঢাল ব্যবহারের কথা মাথায় আনিনি। আমার মতে হেলমেটই মাঠের নিরাপত্তায় যথেষ্ঠ এবং অনেক আরামদায়ক।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০