স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন ইংল্যান্ডে। চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে দু’দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ৯ মে থেকে। একই ভেন্যুতে হবে তিন ম্যাচ সিরিজের সবক’টি। এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ দল ইতোমধ্যে প্রস্তুতি পর্বে ঘাম ঝরাচ্ছে। ইংল্যান্ডের অন্যান্য মাঠে টাইগাররা আগে খেললেও চেমসফোর্ডের দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড তাদের জন্য কিছুটা অচেনা। তবে ধারণা নিয়েই দলের ক্রিকেটাররা পরিকল্পনা সাজাচ্ছে বলে দাবি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। বৃহস্পতিবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘যেহেতু আমরা যে মাঠে খেলব সেখানে সোজা বাউন্ডারি একটু ছোট ও পাশের দিকে কিছুটা বড়। তাই ওভাবেই আমরা পরিকল্পনা করছি।’
আয়ারল্যান্ডকে ছোট করে দেখতে নারাজ মিরাজ। ইউরোপের কন্ডিশনে আইরিশরা কঠিন পরীক্ষা নেবে; এমনটাই জানিয়েছেন তিনি। মিরাজ বলেন, ‘যেকোনো জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট সব সময়ই চ্যালেঞ্জিং। ছোট-বড় দল নয়, প্রত্যেকটা দলই কিন্তু ভালো খেলার চেষ্টা করে। আমরাও আমাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। আয়ারল্যান্ডকে ছোট করে দেখার কিছুই নেই। আমরা সব দলকেই সম্মান করে খেলার চেষ্টা করি। তবে এখানে খেলা আমাদের জন্য অবশ্যই কঠিন হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০