স্পোর্টস ডেস্কঃ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ যুবারা। তবে সোমবার (২২ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে অনায়াসে হারাল রাব্বির দল। সোমবার আইরিশদের দেয়া ২৩৬ রানের লক্ষ্য ৬ উইকেট ও ১৯ বল হাতে রেখেই তুলে ফেলে বাংলাদেশ যুবারা। এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। এবারও নতুন বলে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন মারুফ মৃধা। ওপেনিং জুটিতে ২৬ রান তুলতেই প্রথম উইকেট হারায় আইরিশরা।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আয়ারল্যান্ড যুবাদের পক্ষে এক প্রান্তে দাঁড়িয়ে একাই লড়েছেন হিল্টন। এই টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফেরার আগে করেছেন ১১২ বলে ৯০ রান। শেষ পর্যন্ত হিল্টনের ব্যাটে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।
২৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার আশিকুর রহমান শিবলী ও আদিল বিন সিদ্দিকের ব্যাটে ৯০ রান তোলে বাংলাদেশ। দলীয় ৯০ রানে ওয়েল্ডনের বলে হান্টারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আদিল। ৬৩ বলে ৩৬ রান আসে তার ব্যাট থেকে। আদিলের বিদায়ের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি বাংলাদেশের। দলীয় ১০৭ রানের মাথায় বিদায় নেন শিবলী। ম্যাকবেথের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। ৬০ বলে ৪৪ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।
এরপর ক্রিজে এসে চাপ সামাল দিতে পারেননি অভিজ্ঞ আরিফুল। দলীয় ১২৮ রানের মাথায় তার বিদায়ে বড়সড় ধাক্কা খায় বাংলাদেশ। ১৩ বলে ১৩ রান করেন তিনি। দুই রান পরই ফেরেন দারুণ ছন্দে থাকা ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৩০ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। ২৯ বলে ২১ রান আসে তার ব্যাট থেকে। এরপর আহরার আমিনকে সঙ্গে নিয়ে জুটি গড়েন শিহাব জেমস। এই দুজনের ১০৯ রানের জুটিতে জয়ের ভিত গড়ে বাংলাদেশ। শেষমেশ চার উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post