স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশী ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে বিদায় জানিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। বসিয়ে বসিয়ে সাইড বেঞ্চ গরম করে তাকে বিদায় জানানোর সময় আয়ারল্যান্ড সফরের জন্য শুভ কামনা জানিয়েছে দলটি।
আয়ারল্যান্ড সিরিজের জন্য দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটাল তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে কোচ রিকি পন্টিংয়ের সাথে একটি ছবি দিয়ে বিদায়ি পোস্ট দিয়েছে। তাতে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কোচের আশীর্বাদ এবং দলের পক্ষ থেকে আমাদের বাঘের (মোস্তাফিজ) জন্য শুভকামনা। আয়ারল্যান্ডে ভালোভাবে যাও, ফিজ।’
দেশে ফেরা মুস্তাফিজুর রহমান বৃহস্পতিবার ইংল্যান্ডের বিমানে উঠবেন। আইপিএলের দিল্লির প্রথম ম্যাচের দিন সকালে ঢাকা থেকে চার্টার্ড বিমানে করে উড়িয়ে নেওয়া হয় এই পেসারকে। কিন্তু তাকে বসিয়ে বসিয়ে রাখে দলটি। খেলায় মাত্র এক ম্যাচ।
বেশ কয়েক ভাগে বাংলাদেশ দল ইংল্যান্ডে যাচ্ছে। প্রথম দফায় দুই বহরে জাতীয় দলের ক্রিকেটার, কোচিং স্টাফরা ইংল্যান্ডে যান। তৃতীয় দফায় লিটন দাস একাই ইংল্যান্ডের বিমানে চড়েন। আইপিএলের জন্য ভারতে থাকা দলের সাথে যেতে পারেননি তিনি। যদিও আইপিএল ছেড়ে আগেই এসেছেন দেশে।
লিটন দাস পৌঁছালেও পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার সাকিব আল হাসান এখনো যাননি। মুস্তাফিজ আইপিএল থেকে বিদায় নিয়েছেন। দু’এক দিনের মধ্যে তিনিও পৌঁছে যাবেন লন্ডনে। সাকিব ছুটি কাটাতে পরিবারের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রে। তিনি প্রস্তুুতি ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন।
চেমসফোর্ডে অনুষ্টিত হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ মে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্টিত হবে। এরপর ১২ মে দ্বিতীয় এক দিনের ম্যাচটি হবে। ১৪ মে হবে সিরিজের শেষ ম্যাচ। ওয়ানডে সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটক/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post