আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করল শ্রীলঙ্কা

0
72

স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন লেগ স্পিনার দুশান হেমান্থ। প্রথম ম্যাচের জন্য লঙ্কান দলে ফিরেছেন কিপার-ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা। ২০১৭ সালে এই সংস্করণে অভিষেকের পর ওই বছরই চারটি টেস্ট খেলেন তিনি।

আগামী ১৬ এপ্রিল শুরু হবে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড প্রথম টেস্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী রোববার শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দিমুথ করুনারত্নের নেতৃত্বাধীন দলে নিরোশান ডিকভেলা ছাড়াও সবশেষ নিউজিল্যান্ড সফরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ওশাদা ফার্নান্দো।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারাকে। প্রথমবার সাদা পোশাকের দলে ডাক পাওয়া হেমান্থ ৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৯৮ উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কার টেস্ট দলঃ

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা (উইকেটকিপার), রমেশ মেন্ডিস, প্রবাথ জয়াসুরিয়া, দুশান হেমান্থ, লাসিথ এম্বুলদেনিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, মিলান রত্নায়েকে।

আয়ারল্যান্ডের টেস্ট দলঃ

অ্যান্ড্রু বালবির্নি, হ্যারি টেক্টর, মারে কমিন্স, জেমস ম্যাককলাম, পিটার মুর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্পফার, ফিওন হ্যান্ড, ম্যাথিউ হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, বেঞ্জামিন হোয়াইট, গ্রাহাম হিউম, থমাস মায়েস ও পল স্টার্লিং (দ্বিতীয় টেস্ট)।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here