স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে খেলতে ওয়ানডে সুপার লিগের মাধ্যমে ইতিমধ্যেই ৮টি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি রয়েছে আরও দুইটি জায়গা। আর এর জন্য লড়াই হবে দশ দেশের মধ্যে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে বিশ্বকাপ বাছাই খেলতে হবে তাদেরকে।
সেই বাছাইয়ের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশ দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে উইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এদিকে আসন্ন এই বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
আইরিশদের স্কোয়াডে আছেন পল স্টার্লি, হ্যারি টেক্টর, লরকার টাকারের মতো ক্রিকেটাররা। জিম্বাবুয়েতে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই পর্বে আইরিশদের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। এদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন স্টিফেন ডোহানি। দলে জায়গা পেয়েছেন পিটার মুর। জিম্বাবুয়ের হয়ে সবশেষ ওয়ানডেতে খেলা এই ব্যাটার এবার সাদা বলে খেলবেন আইরিশদের জার্সি গায়ে।
আয়ারল্যান্ডের স্কোয়াড-
অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, জশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, পিটার মুর, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ক্রেইগ ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০