আয়ারল্যান্ড সিরিজের আগে দুবাই রওয়ানা সাকিব

0
258

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি নিয়ে দেশ ছাড়লেন সাকিব আল হাসান। মঙ্গলবার রাতে দুবাইয়ে রওয়ানা দিয়েছেন তিনি। জানা গেছে, দুবাইতে এক স্বর্ণের দোকানের উদ্বোধন করবেন সাকিব। গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ব সেরা অলরাউন্ডার একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেন।

আগামী ১৮ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অবশ্য সাকিবের দেশে ফেরার কথা রয়েছে। বিসিবি একটি সূত্র জানায়, আইপিএলের জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। তবে সিলেটে ওয়ানডেতে দেখা যাবে তাঁকে।

দুবাইয়ে বুধবার স্বর্ণের দোকান উদ্বোধনে সাকিবের সাথে থাকবেন বেশ কয়েকজন ক্রিকেটার উপস্থিত থাকতে পারেন। এমনটাই জানিয়েছেন আয়োজকরা। দুবাইয়ের নিউ গোল্ড সুকেতে বুধবার উদ্বোধন হতে যাচ্ছে এই স্বর্ণের দোকান। আরাভ জুয়েলার্স নামের সেই প্রতিষ্ঠানটির কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাভ খান।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৮ ও ২০ মার্চ। এরপর দুই দলই সিলেট ছেড়ে পাড়ি জমাবে চট্টগ্রামে। সেখানেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৭, ২৯ ও ৩১ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। এরপর একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল থেকে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here