স্পোর্টস ডেস্ক:: তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। আইরিশদের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য বাংলাদেশ শুধু ওয়ানডে দল ঘোষণা করেছে। পরবর্তীতে টি-২০ দল ঘোষণা করা হবে।
বিসিবি ওয়ানডে দলে ফিরিয়েছে জাহানারা আলমকে। দেড় বছর পর আবারো দলে ফিরেছেন টাইগ্রেস পেসার। জাহানারা ছাড়াও দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার ও স্পিনার সানজিদা আক্তার। ১৫ সদস্যের দলে নতুন মুখ টপ অর্ডার ব্যাটার তাজ নেহার।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের ম্যাচগুলো। দুই ফরম্যাটের ছয় ম্যাচের সিরিজটি শুরু হবে ২৭ নভেম্বর থেকে। সিরিজ শেষ হবে ৯ ডিসেম্বর।
সিরিজের ওয়ানডে ম্যাচগুলো অনুষ্টিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে। টি-২০ সিরিজটি অনুষ্টিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৭ নভেম্বর মিরপুরে অনুষ্টিত হবে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচটি হবে ৩০ নভেম্বর। ২ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
সিলেটে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অনুষ্টিত হবে ৫ ডিসেম্বর। একদিন বিরতি দিয়ে ৬ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ। সিরিজের শেষ ম্যাচটি হবে ৯ ডিসেম্বর। সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড আগেই তাদের দুই ফরম্যাটের দল ঘোষণা করেছে।
বাংলাদেশ ওয়ানডে দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, মুরশিদা খাতুন, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, তাজ নেহার ও সানজিদা আক্তার।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, এলিস টেক্টর।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুইর, জেন ম্যাগুইর, কারা মারে, লিয়া পল, অরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোই, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।
এসএনপিস্পের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০