স্পোর্টস ডেস্কঃ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজ। তবে ঘরের মাঠে ব্যস্ততা এখনই শেষ হচ্ছে না। এই সিরিজের পর টাইগারদের রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। আর আইরিশদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ থেকে অনলাইনে দর্শকদের জন্য টিকিট বিক্রি করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কালোবাজারি আর দর্শকের ভোগান্তি ঠেকাতে আসন্ন ইংল্যান্ড সিরিজ থেকেই অনলাইনে টিকিট দিতে চেয়েছিল বিসিবি। তবে চেষ্টা করেও পারেনি দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্পন্সর ও বাণিজ্যিক বিষয়গুলোর জন্যও এই পদ্ধতিতে যেতে পারেনি বিসিবি। তবে দর্শকদের সুবিধা করে দিতে আগামি সিরিজ থেকেই সেই চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজন।
সুজন বলেন, ‘অনলাইনে টিকিট পাওয়া গেলে মানুষ কিছুটা আরাম পায়। অনলাইন ব্যবহার বান্ধব প্ল্যাটফর্ম। কিন্তু আমরা এবারও পারিনি। চেষ্টা করবো আয়ারল্যান্ড সিরিজ থেকে করার জন্য।’
কেন পারেননি সেই ব্যাখা দিয়ে সুজন বলেন, ‘নিদির্ষ্ট কোনো কারণ নেই। খুব জটিল প্রক্রিয়া না। কিন্তু কিছু স্পন্সর ও বাণিজ্যিক বিষয় থাকে, আমরা বের করতে পারিনি বলে এবার হয়নি। আমরা চাইলে সরাসরি করে ফেলতে পারতাম। কিন্তু, একটা প্ল্যাটফর্ম ও স্পন্সরের বিষয় ঠিক করতে চাই আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা