স্পোর্টস ডেস্কঃ সব ধরনের ক্রিকেট থেকে এখন দূরে আছেন যশপ্রীত বুমরাহ। ইনজুরির কারণে মাঠের বাইরে তিনি। তবে মাঠে ফেরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। ভারত দল সামনে আয়ারল্যান্ড সফরে যাবে। আর এই সফর দিয়েই ফিরতে যাচ্ছেন বুমরাহ।
আইরিশদের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগস্টের ১৮, ২০ ও ২৩ তারিখ ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেই সিরিজের দল আসছে সপ্তাহেই দিয়ে দিতে পারে বিসিসিআই। যেখানে থাকার জোর সম্ভাবনা বুমরাহ’র।
পিঠের অস্ত্রোপচারের পর বেঙ্গালুরুতে অবস্থিত ভারতের জাতীয় ক্রিকেটে একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ায় অংশ নেন বুমরাহ। নেটে এখন পুরোদমে বোলিং করতে পারেন। এশিয়া কাপে খেলার জন্য প্রস্তুত হচ্ছেন এই পেসার। এর আগে বুমরাহ’র অবস্থা জানার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে পরখ করে দেখতে চায় বিসিসিআই।
আর তাই বুমরাহকে আয়ারল্যান্ড সফরের দলে রাখা হচ্ছে। সব ঠিক থাকলে গেল বছর সেপ্টেম্বরের পর আবারও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন এই ডানহাতি পেসার। যদি ফিট বুমরাহকে পুরোদমে পায় ভারত, তবে দলটিতে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে বড় স্বস্তি আসবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা