স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই অধিনায়ক ইস্যুতে সমালোচনা তো চলছেই, সেই সমালোচনার মধ্যেই যোগ হয়েছে দলটির টানা দুই হার। আসরের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আসরের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। স্পোর্টস হার্নিয়া সার্জারির পর থেকে ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে আছেন তিনি। আগেই জানা গিয়েছিল আইপিএলের শুরুর দিকে ম্যাচে মিস করবেন। মুম্বাইয়ের দুই ম্যাচ হয়ে যাওয়ার পর, প্রশ্ন দাঁড়িয়েছে আর কত ম্যাচ মিস করবেন তিনি।
বিসিসিআইয়ের সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আরও কয়েকটি ম্যাচ মিস করতে হবে সূর্যকুমারকে। বিসিসিআই নিজেদের পর্যবেক্ষণে রেখেছে সূর্যকুমারকে। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন তারা। পুরোপুরি ফিট হওয়ার পরই সূর্যকুমারকে খেলার ছাড়পত্র দেওয়া হবে। তবে এই ব্যাটার যে অনেক উন্নতি করেছেন, সেটাও জানানো হয়েছে।
ঐ সূত্র বলছে, ‘সূর্যকুমার অনেক উন্নতি করছে এবং খুব শীঘ্রই সে মুম্বাইয়ের হয়ে খেলায় ফিরবে। তবে প্রথম দুটি মিস করার পরও, তাকে আরও কয়েকটি খেলার জন্য অপেক্ষায় থাকতে হতে পারে।’
‘বিসিসিআইয়ের জন্য প্রধান চিন্তার বিষয় হলো, সূর্যকুমার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফিট হয়ে ছন্দে ফিরবে কিনা! স্পষ্টতই সে মুম্বাইয়ের হয়ে খেলবে, তবে স্পোর্টস হার্নিয়া সার্জারির পর তাকে নিয়ে তাড়াহুড়ো করা যাবে না।’
Discussion about this post