স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ও নামিবিয়ার গেরহার্ড এরাসমাসকে পেছনে ফেলে আইসিসির এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হলেন সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হন তিনি। আইসিসির স্বীকৃতি পেয়ে ওয়াসিম বলেন, ‘আইসিসি মেন’স প্লেয়ার অব দা মান্থ অ্যাওয়ার্ড জেতা অনেক সম্মানের। সারা বিশ্ব থেকে পুরস্কার জয়ীদের অভিজাত তালিকায় যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত।’
গত মাসে ওমানে অনুষ্ঠিত এসিসি প্রিমিয়ার কাপে আরব আমিরাতের চ্যাম্পিয়ন হওয়ায় ব্যাট হাতে বড় অবদান অধিনায়ক ওয়াসিমের। ৬ ইনিংসে ৪৪.৮৩ গড়ে তিনি করেন ২৬৯ রান। বাহরাইনের বিপক্ষে ৪০ বলে ৬৫ রানের ইনিংস খেলার পর ওমানের বিপক্ষে ২৫ বলে ৪৫ ও কম্বোডিয়ার বিপক্ষে ১৮ বলে ৪৮ রান করেন তিনি। ফাইনালে ওমানের বিপক্ষে করেন সেঞ্চুরি, ৫৬ বলে খেলেন ১০০ রানের ইনিংস।
এদিকে নারীদের মধ্যে সেরা হতে পারেন নি শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। এই দুজনকে হারিয়ে সেরার খেতাব অর্জন করেছেন উইন্ডিজের হেইলি ম্যাথিউস। তৃতীয়বারের মতো পুরস্কারটি জিতলেন ক্যারিবিয়ান অধিনায়ক। এর আগে জিতেছিলেন ২০২১ সালের নভেম্বরে ও ২০২৩ সালের অক্টোবরে। গত মাসে ব্যাটে-বলে আলো ছড়ান ম্যাথিউস। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি সেঞ্চুরি করেন দুটি। একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিফটি করেন টানা দুই ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post