আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতল আল নাসের

0
57

স্পোর্টস ডেস্কঃ আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসের। কিংস কাপ নামে পরিচিত ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে দলটির এটি প্রথম শিরোপা। গত জানুয়ারিতে রিয়াদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোরও এটি প্রথম ট্রফি।

ফাইনালে রোনালদোর জোড়া গোলে আল হিলালকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আল নাসের। শনিবার রাতে কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে গড়ানো রোমাঞ্চকর ফাইনালে ৫১ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার মিকাইল গোল করে আল হিলালকে এগিয়ে দেন। আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ম্যালকমের পাস থেকে গোল করেন তিনি।

পিছিয়ে পড়ার পর আল নাসেরের বিপদ বাড়ে ৭১ মিনিটে। লাল কার্ড দেখেন সেন্টারব্যাক আব্দুলেইয়াহ আল-আমরি। কিন্তু এর ঠিক তিন মিনিট পরেই আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ৭৮ মিনিটে নয়জনের দলে পরিণত হয় আল নাসের। এবার লাল কার্ড দেখেন নাওয়াফ বৌশাল। নব্বই মিনিটের খেলা সমতায় শেষ হলে গড়ায় অতিরিক্ত সময়ে। নয়জন নিয়ে খেলা আল নাসেরকে ৯৮ মিনিটে এগিয়ে দেন রোনালদো। এবার পোস্টে প্রতিহত হওয়ার পর ফিরতি প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন তিনি। এই টুর্নামেন্টে তার গোল হলো ৬টি।

তবে ঘটনার এখানেই শেষ নয়। কিছুক্ষণ পরে লালকার্ড দেখেন আল নাসরের কোচও। ছেড়ে যেতে বাধ্য হন ডাগআউট। এরপর ম্যাচের ১১৪ মিনিটে আঘাত পেয়ে মাঠ ছেড়ে যান রোনালদোও। শেষ পর্যন্ত এত সব বাধা–বিঘ্নতার পথ মাড়িয়েই শেষ পর্যন্ত ২–১ গোলে আল হিলালকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল নাসের।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here