স্পোর্টস ডেস্কঃ দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না বার্সেলোনার। দুই ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন কোচ জাভি হার্নান্দেজ ও ফরোয়ার্ড রাফিনহা। এবার চোট পেলেন দলটির মিডফিল্ডার পেদ্রি। এক বিবৃতিতে স্প্যানিশ এই উঠতি তারকার চোটের খবর জানিয়েছে কাতালান ক্লাবটি।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে লাল কার্ড দেখেন কোচ জাভি। ম্যাচে প্রতিপক্ষ ফুটবলারকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন বার্সার ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহাও। এই দুজনকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষিদ্ধ হওয়ায় জাভি ও রাফিনহাকে কাদিজ ম্যাচে পায় নি বার্সা।
আগামী রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আন্তর্জাতিক বিরতির পর আগামী ৩ সেপ্টেম্বর লা লিগা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ওসাসুনা। এর আগে লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে পেদ্রিকে পাচ্ছে না লা লিগার সফলতম দলটি। এর আগে চোট পেয়েছেন ডিফেন্ডার রোনাল্ড আরাউহো।
চলতি মৌসুমে বার্সার প্রথম দুই ম্যাচেই খেলেছেন পেদ্রি। গত সপ্তাহে কাদিজের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে একবার জালের দেখাও পান ১৯ বছর বয়সী এই খেলোয়াড়। পেদ্রিকে হারানো তাই জাভির দলের জন্য বড় ধাক্কা। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post