স্পোর্টস ডেস্কঃ ৫ বছর পর প্রথমবার বার্সেলোনা স্বপ্ন দেখছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যাওয়ার। কিন্তু দুর্দান্ত ছন্দে ফেরা কিলিয়ান এমবাপে আর তিন লাল কার্ড দেখানো রেফারি ইস্তভান কোভাকস যেন ছিটকে দিল বার্সাকে।
মঙ্গলবার এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৪-১ গোলে জয় পায় পিএসজি। প্রথম লেগে ৩-২ গোলে জয় পেয়েছিল বার্সা। কিন্তু ফিরতি লেগে ঘরের মাঠে নামে একটি ভুলে যেন সব শেষ হয় দলটির। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় পৌঁছে গেল পরের ধাপে।
রোনাল্দ আরাউহোর লাল কার্ড পাওয়া ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে মনে করছেন বার্সেলোনার মিডফিল্ডার ইল্কাই গিনদোয়ান। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খুব হতাশ। খুবই ব্যথিত। সত্যিই মনে হচ্ছিল ম্যাচের পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। এক গোলের লিড দিয়ে শুরু করেছিলাম। এর ১০-১৫ মিনিট পর মনে হয়েছিল, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করেছি। হ্যাঁ, (লাল কার্ড ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে)। এটা চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিপক্ষ যেই হোক না কেন, এমন লড়াইয়ে, এত গুরুত্বপূর্ণ ম্যাচে দ্রুত একজনকে হারানো এটা অসম্ভব (প্রতিদ্বন্দ্বিতা করা)। দুর্ভাগ্যক্রমে, আপনি ছিটকে যাবেন।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post