নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় শেষ ম্যাচে বরিশাল বিভাগকে হারিয়েছে সিলেট বিভাগ। কক্সবাজারের একাডেমি মাঠে অধিনায়ক রেদওয়ান আহমদ রাফি ও আরিয়ান ইসলামের ব্যাটে সিলেট জিতেছে দুই উইকেটের ব্যবধানে।
প্রথম ইনিংসে বরিশাল ২৩৯ রানে অলআউট হয়েছিলো। জবাবে ব্যাট করতে নামা সিলেট নিজেদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়। লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল ২০০ রানে অলআউট হয়। সিলেটের সামনে লক্ষ্য দাঁড়ায় ২২৫ রান। আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট।
আগে ব্যাট করতে নামা বরিশাল প্রথম ইনিংসে ৭৯ ওভারে অলআউট হওয়ার আগে ২৩৯ রান তুলে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন অধিনায়ক আকাশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন ফাহাদ খান। ৩৮ রান করেন ইয়াসিন। ৩১ রান আসে সাব্বিরের ব্যাট থেকে। সিলেটের হয়ে জুবায়ের, সজিব ও সাফিন তিনটি করে উইকেট লাভ করেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা সিলেট অধিনায়ক রেদওয়ানের হাফ সেঞ্চুরিতে ৬২.১ ওভারে অলআউট হওয়ার আগে ২১৮ রান তুলে। রেদওয়ান ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন আল সানি মাহি। ৩৪ রান করেছেন ওপেনার শাওন।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা বরিশাল ৭৫.২ ওভারে ২০০ রানে অলআউট হয়। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন অধিনায়ক আকাশ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন রুসন। ২৪ রান করেন ফাহাম। ২৩ রান আসে জিহাদের ব্যাট থেকে।
২২৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেট আরিয়ানের হাফ সেঞ্চুরিতে ৪৬ ওভারে আট উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৭৫ রান করেছেন আরিয়ান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেছেন ওপেনার মারজান চৌধুরী শাওন। ২৯ রান এসেছে আল সানি মাহির ব্যাট থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০