আরেকটু বেশি লড়াই আশা করেছিলেন বাংলাদেশ কোচ

0
23

স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। বৃহস্পতিবার ‘আই’ গ্রুপে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছে হাবিয়ের কাবরেরার দল। মেলবোর্নে প্রথমার্ধেই ৪-০ গোলে পিছিয়ে ছিল জামাল ভূঁইয়ারা। দ্বিতীয়ার্ধে তাদের জালে আরও ৩ গোল দেয় স্বাগতিকরা। তাতে বড় জয় পায় সকারুরা।

বড় হার দেখলেও দলের কাছ থেকে আরেকটু বেশি লড়াই আশা করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই পরিস্থিতির পরও আমি মনে করে দলের মানসিকতা ইতিবাচক। আমি মনে করি না, এই ফল আমাদের প্রভাবিত করবে সামনের পথচলায়। আমরা জানতাম, শারীরিক ব্যবধান। আসলেই এটা অনেক বেশি হবে; তবে সত্যি বলতে আমি এতটা পার্থক্য আশা করিনি। আমরা ম্যাচটা আরেকটু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আশা করেছিলাম।’

কাবরেরা আরও বলেন, ‘ম্যাচের ফল ভুলে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হতো, কিছুটা সময় সম্ভবত আমরা পেরেছি। শারীরিক দিক থেকে তো বটেই, টেকনিক্যালিও অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের পার্থক্য অনেক। যাই হোক, ছেলেরা যেভাবে খেলেছে তাতে আমি খুশি। এই ম্যাচের অভিজ্ঞতা আমাদের সামনে এগিয়ে নিতে সহায়তা করবে। দারুণ খেলার জন্য অষ্ট্রেলিয়াকে অভিনন্দন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here