নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কার ২৭৯ রান তাড়ায় ইতিবাচক শুরুর ইঙ্গিত দেন তানজিদ হাসান। কিন্তু সেটি ধরে রাখতে পারলেন না তরুণ ওপেনার। এক ওভার পরই তিনি ধরলেন ড্রেসিং রুমের পথ। বিশ্বকাপে টানা ব্যর্থ বাঁহাতি এই ব্যাটার। আজ লঙ্কানদের বিপক্ষে ফিরলেন মাত্র ৯ রানে।
২৮০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারের শেষ দুই বলে দুটি চার মারেন তামিম। পরের ওভারের প্রথম বল অফ স্টাম্পের অনেকটা বাইরে করেন মাদুশঙ্কা। দূর থেকে খেলার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন তামিম।
কভারে সহজ ক্যাচ নেন পাথুম নিশাঙ্কা। ২ চারে ৫ বলে ৯ রান করেন তামিম। লিটন দাসের সঙ্গী হতে তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে চারিত আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৭৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় তিনশ ছুঁইছুঁই পুঁজি পায় লঙ্কানরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০