নিজস্ব প্রতিবেদকঃ দ্বিতীয় ওয়ানডের মতো তৃতীয় ও শেষ ম্যাচে নাঈম শেখকে আউট করলেন ফাজলহক ফারুকি। রানের খাতা খোলার আগেই ফিরেছেন বাংলাদেশের এই ওপেনার। চট্টগ্রামে আফগানিস্তানের করা ১২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দলকে বিপদে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার। ৮ বল খেলে কোনো রান না করেই দলীয় ২ রানে আউট হয়েছেন নাঈম।
ফারুকির বলটি অফ স্টাম্পের বাইরে বল জায়গায় দাঁড়িয়েই ব্যাট চালিয়ে দেন নাঈম। ব্যাটের কানায় লেগে বল আসে স্টাম্পে। আগের ম্যাচেও এই আফগান পেসারের বল অনেকটা একইভাবে স্টাম্পে টেনে এনেছিলেন তিনি। সেদিন ৯ রান করতে পেরেছিলেন তিনি, এবার রানের দেখাই পাননি।
এর আগে ব্যাট করে ৪৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। আজমাতুল্লাহ ওমরজাই ৭১ বলে ক্যারিয়ার সেরা ৫৬ রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ১২৭ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০