স্পোর্টস ডেস্কঃ ইন্দোনেশিয়ার কানজুরুজান স্টেডিয়ামে গত শনিবার রাতে আরেমা এফসি ও পারসেবায়া সুরায়া ক্লাবের ম্যাচ শেষে সংঘর্ষ হয়েছে। এরপর পদদলিত হয়ে মারা গেছেন প্রায় ১৫০ জন। এ ঘটনায় আরও অন্তত ২০০ জন আহত হয়েছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির ফুটবল লিগই এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও ইন্দোনেশিয়ান পুলিশের বিরুদ্ধেও ফিফার নিয়মাবলি ভাঙার অভিযোগ সামনে আসছে।
পূর্ব জাভার মালাং অঞ্চলের ওই মাঠে ম্যাচ শেষে দাঙ্গায় আর পদদলিত হয়ে শতাধিক মানুষ মারা যাওয়ার পর লিগ এক সপ্তাহ স্থগিত রাখার ঘোষণা দেন আয়োজকরা। রয়টার্স জানায়, প্রতিদ্বন্দ্বী দুই দলের দর্শকরা তৈরি করেন বিশৃঙ্খলা, জড়িয়ে পড়েন সংঘর্ষে। এরপর পুলিশ পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার করলে সমর্থকরা ছড়িয়ে ছিটিয়ে যান। সেসময় পদদলনে অন্তত ১২৯ জন নিহত হয়েছেন।
জানা যায়, আরেমা এফসির অন্তত ৩ হাজার সমর্থক ম্যাচের পর মাঠে ঢুকে পড়ে। পূর্ব জাভার পুলিশ প্রধান সংবাদমাধ্যমকে বলেছেন, সমর্থকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকলে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। এ ঘটনায় আরেমা এফসিকে ২৫ কোটি ইন্দোনেশিয়ান রুপি জরিমানা করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিন কমিটির প্রধান এরউইন তোবিং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০