স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের দরজা বন্ধ তার জন্য। তবে সাকিব থেমে নেই। দাঁপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট দুনিয়া। এবার আরো তিন লিগে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। লাল সবুজ জার্সিতে খেলতে না পারলেও দিনকে দিন তার ব্যস্ততা বাড়ছে বাইশ গজে।
দেশের হয়ে খেলা নেই, তাই বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় পার করছেন সাকিব। এবার আরো তিন বিদেশী লিগে খেলা চূড়ান্ত তার দল। আবুধাবির টি-১০ লিগ, যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগে খেলা চূড়ান্ত হয়েছে তার।
টি-টেন লিগে বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার খেলবেন নতুন দল রয়্যাল চ্যাম্পসে। ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল চ্যাম্পস। পোস্টে তারা লিখেছে, ‘গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে যোগ দিয়েছেন। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার, এখন তিনি টি–টেন লিগের সদস্য’। ২০১৭ সাল থেকে চলা এই টুর্নামেন্টের এবারের মৌসুম শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
টি-টেন লিগ ছাড়াওযুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগে খেলবিন। টি-২০ ফরম্যাটে এই দুই টুর্নামেন্ট। গ্লোবাল লিগে সাকিব খেলবেন হিউস্টন রাইডার্সের হয়ে।ইন্ডিয়ান হ্যাভেন লিগে সাকিবের দল অবশ্য এখনো নিশ্চিত হয়নি। এক ভিডিও বার্তায় সাকিব এই টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। কাশ্মীরের শ্রীনগরের বকশি স্টেডিয়ামে টুর্নামেন্টটি শুরু হবে ২৫ অক্টোবর, শেষ ৮ নভেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































