আরো ভালো চান ইকুয়েডর কোচ

0
67

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। এর মাধ্যমে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শুভসূচনা করল লাতিন আমেরিকার দেশটি। ম্যাচে জোড়া গোল করেছেন ইকুয়েডর অধিনায়ক এনার ভ্যালেন্সিয়া। তবে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছেন না কোচ গুস্তাভো আলফারো।

আল বাইত স্টেডিয়ামে রোববার রাতে ম্যাচের ১৬তম মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড ভ্যালেন্সিয়াকে পেনাল্টি বক্সের মধ্যে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এনার ভ্যালেন্সিয়া। আর তাতে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতার হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক।

ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভ্যালেন্সিয়াই। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে বক্সের ভেতরে লাফিয়ে হেডে গোল করেন। এই গোলের পর ম্যাচে অনেক পিছিয়ে পড়ে কাতার। দ্বিতীয়ার্ধে অনেক চেষ্টা করেও কোনো গোল শোধ দিতে পারে নি মধ্যপ্রাচ্যের দেশটি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের আরো উন্নতির তাগিদ দিলেন ইকুয়েডর কোচ।  আলফারো বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা জিতেছি। এই ম্যাচ জেতার জন্য যা প্রয়োজন, আমরা সেটা করেছি। বিরতির সময় আমি খেলোয়াড়দের জিজ্ঞাস করেছিলাম, তারা কী খুশি? তারা বলেছে, না, তারা আরও ভালো খেলতে সক্ষম। জয়ের জন্য তাদের অভিনন্দন জানিয়েছি, তবে বলছি আরও ভালো করতে হবে।’

ইকুয়েডরের পরের ম্যাচ আগামী শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে। তিন বারের ফাইনালিস্টদের সঙ্গে লড়াই সহজ হবে না, ভালো করেই জানেন আলফারো। তাই দলকে সেভাবে প্রস্তুত হতে বললেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here