স্পোর্টস ডেস্কঃ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন জোর্ফ্রা আর্চার। তবে চোটের কারণে পুরো মৌসুমে খেলতে পারেননি। আসরের মাঝে আবার চিকিৎসার জন্য চলে গিয়েছিলেন বেলজিয়ামে।
এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স গেল মৌসুমে ৮ কোটি রুপিতে আর্চারকে দলে নিলেও, খেলতে পারেননি তিনি এই ইনজুরির কারণেই। মুম্বাই ইন্ডিয়ান্স আশায় ছিল এবারের মৌসুমে হয়তো গতির ঝড় তুলবেন আর্চার। তবে সেই আশায় গুড়েবালি।
আর্চারের চোট নিয়ে ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাষ্কার। বর্তমানে ভারতের ক্রিকেটে ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা গাভাষ্কার প্রশ্ন তুলেছেন আর্চারের নিবেদন নিয়ে। তিনি মনে করে আর্চারকে কোনো টাকাই দেওয়া উচিত হয়নি।
গাভাষ্কার বলেন, ‘আর্চারকে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের অভিজ্ঞতা কেমন হল? চোট ছিল, শুধুমাত্র এই মৌসুমে পাওয়া যাবে জেনেও ওকে দলে নেওয়ার ঠেলা বুঝল ওরা। ওরা মোটা টাকা বিনিয়োগ করল ওর উপরে। বদলে কী ফিরে পেল? ওকে শতভাগ ফিট মনে হয়নি। ওর সেটা ফ্র্যাঞ্চাইজিকে জানানো উচিত ছিল। মুম্বাই তখন বুঝতে পারে, যখন ও বল করতে নেমে নিজের পরিচিত গতির ধারেকাছেও পৌঁছতে পারেনি।’
‘ওর দেশের ক্রিকেট বোর্ডই বলছে যে, ও টুর্নামেন্টের মাঝে বিদেশে চিকিৎসা করাতে গিয়েছিল। সুতরাং, সে কখনোই সম্পূর্ণ ফিট ছিল না। তা সত্ত্বেও এসেছিল। যদি ফ্র্যাঞ্চাইজির প্রতি ওর দায়বদ্ধতা থাকত, যারা ওকে সম্ভবত ইসিবির থেকেও বেশি টাকা দিচ্ছে, ওর উচিত ছিল টুর্নামেন্টের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকা। না খেললেও দলের সঙ্গে থেকে ফ্র্যাঞ্চাইজির প্রতি দায়বদ্ধতা দেখানো উচিত ছিল ওর। তার বদলে ও মাঝপথেই দেশে ফিরে যায়।’
‘যত নামি ক্রিকেটারই হোক না কেন, যদি পুরো আইপিএলে না পাওয়া যায়, তবে এক টাকা দেওয়াও যুক্তিহীন। ক্রিকেটারদের বেছে নিতে হবে, তারা দেশের হয়ে খেলবে নাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে। যদি আইপিএল ছেড়ে দেশের হয়ে খেলাকে প্রাধান্য দেয়, তার জন্য তাকে ফুল মার্কস দিতেই হয়। তবে যদি আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে সম্পূর্ণ দায়িত্ব পালন করা উচিত এবং কোনও অজুহাতেই আইপিএল ছেড়ে যাওয়া উচিত নয়। বিশেষ করে এমন একটা সময়ে, যখন প্লে-অফে যোগ্যতা অর্জন করার জন্য লড়াই কঠিন হয়ে দাঁড়ায়।’ যোগ করেন গাভাষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post