আর্জেন্টাইন ক্লাবে কোচের দায়িত্বে কার্লোস তেভেজ

0
14

স্পোর্টস ডেস্কঃ কার্লোস তেভেজ গত এক বছর থেকে কোনো ক্লাবের সাথে খেলোয়াড় হিসেবে ছিলেন না। সবশেষ বোকা জুনিয়র্সে খেলেছেন গত বছর। তবে পরের সময়টা আর কোনো ক্লাব তার সাথে চুক্তি করে নি। ফলে চলতি মাসের শুরুর দিকে খেলোয়াড়ী জীবনের ইতি টানের সাবেক এই ম্যান সিটি তারকা।

অবসরের পরই কোচের ভূমিকায় দেখা দিলেন তেভেজ। এই স্ট্রাইকার কোচ হিসেবে যোগ দিলেন আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালে। ক্লাবের টুইটার অ‍্যাকাউন্টে মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে। ১ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকে হয় তেভেজের। জাতীয় দল ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এথেন্স অলিম্পিকসে সোনার পদক জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ফরোয়ার্ড।

ক্লাব ক্যারিয়ারে তেভেজ খেলেছেন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ওয়েস্ট হ্যামের মত ইউরোপ সেরা ক্লাবে। এছাড়া আর্জেন্টাইন ক্লাব বোকা, ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে খেলেছেন তিনি। চাইনিজ সুপার লিগেও এক মৌসুম খেলেন তেভেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here