আর্জেন্টাইন তারকার গোলে জয়ের আনন্দে মাঠ ছাড়ল ইন্টার মিলান

0
47

স্পোর্টস ডেস্কঃ ইতালিয়ান লিগে টানা তিনটি ম্যাচে হারের তেতো স্বাদ পেল এসি মিলান। গতরাতে মিলান ডার্বিতে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ইন্টারের হয়ে জয়সূচক গোলটি করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। ফলে দারুণ এক জয়ের আনন্দে মাঠ ছাড়ল ইন্টার।

সান সিরোয় শুরু থেকেই নগর প্রতিদ্বন্দ্বীদের ওপর প্রবল চাপ তৈরি করে ইন্টার। বল দখলে তো বটেই, আক্রমণেও প্রথমার্ধে একচেটিয়া আধিপত্য করে তারা। ৩৪তম মিনিটে জালের দেখা পায় দলটি। হাকান কালহানোগলুর কর্নারে দারুণ হেড গোলটি করেন মার্টিনেজ। আসরে ২১ ম্যাচে আর্জেন্টাইন তারকা স্ট্রাইকারের গোল হলো ১২টি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইন্টারের আক্রমণের ধার কিছুটা কমে আসে। অবশ্য মিলানও পারছিল না তেমন কিছু করতে। নির্ধারিত সময় শেষের আগের মিনিটে আরেকবার জালে বল পাঠান মার্টিনেজ। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

দারুণ এই জয়ের পর ২১ ম্যাচে ১৪ জয় ও এক ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার। তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে শীর্ষে নাপোলি। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রোমা। ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এসি মিলান।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here