স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনার তারকা লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ইতালিয়ান কাপের শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান। দুর্দান্ত এক ম্যাচ শেষে ফিওরেন্তিনাকে হারিয়ে শিরোপা ধরে রাখলো দলটি।
আক্রমণের পর আক্রমণ করেও ইন্টার মিলানকে হারাতে পারেনি ফিওরেন্তিনা। মার্টিনেজ একাই হারিয়ে দেন দলটিকে। ২-১ গোলের জয়ে আর্জেন্টাইন তারকারই দু’টি গোল।
বুধবার রাতে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইতালিয়ান কাপের ফাইনালটি হয়ে উঠে রোমাঞ্চকর এক ম্যাচ। ফিওরেন্তিনা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। ছেড়ে কথা বলেনি মিলানও। দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচের প্রথমার্ধেই জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়।
ম্যাচের তিন গোলের সবক’টিই হয়েছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণ হলেও কেউ কারে জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয় নবম শিরোপা ঘরে তুললো ইন্টার মিলান।
অলিম্পিক স্টেডিয়ামে গঞ্জেলার গোলে ম্যাচের তৃতীয় মিনিটেই লিড নেয় ফিওরেন্তিনা। শুরুতেই পিছিয়ে পড়া মিলান ম্যাচে ফিরতে হয়ে উঠে মরিয়া। আধঘন্টার মধ্যেই সমতায় ফেরে দলটি। ম্যাচের ২৯তম মিনিটে লাউতারো মার্টিনেজ সমতা ফেরান।
সমতায় থাকা ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শিরোপার জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি। মিনিট আটেক পরেই আর্জেন্টাইন তারকা গোল করে বসেন। যে গোলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ে তারা। ম্যাচের ৩৭তম মিনিটেই মার্টিনেজ নিজের জোড়া গোল পূর্ণ করেন। দলও এগিয়ে যায় ২-১ ব্যবধানে।
বিরতির পর ফিওরেন্তিনা ম্যাচে ফেরার চেষ্টা করে। তবে প্রথমার্ধের সেই ধার আর থাকেনি দলটির। লিড নেওয়া মিলানও নিজেদের রক্ষণ সামলে রাখে। তবে ব্যবধান আর বাড়াতে পারেনি। শেষ পর্যন্ত তাই ২-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০