স্পোর্টস ডেস্কঃ কোপা লিবের্তাদোরেসের ম্যাচে গত মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ব্রাজিলের ফ্লুমিনেন্স ও আর্জেন্টিনার আর্জেন্টিনোস জুনিয়র্স। সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা মার্সেলোর ট্যাকেলে আহত হয়েছিলেন জুনিয়র্সের ডিফেন্ডার লুসিয়ানো সানচেজ।
ইচ্ছাকৃতভাবে না হলেও ঘটনাটি ভয়াবহ-ই ছিল। এ সময় সানচেজের পা ভেঙে উল্টো দিকে গিয়ে মুচড়ে যাওয়ার ঘটনায় নিজেও কান্নায় ভেঙে পড়েছিলেন মার্সেলো। এবার সেই ঘটনার শাস্তি পেলেন ব্রাজিলের এই ফুটবলার। তাকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থা কনমেবল।
আর্থিক শাস্তিও হয়েছে মার্সেলোর। কনমেবল বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, ৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞার কারণে কোপা লিবের্তাদোরেসের কোয়ার্টার ফাইনালের দুই লেগে তাঁর খেলা হবে না। এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মার্সেলো লিখেছিলেন, ‘মাঠে আমি খুব কঠিন একটি সময় পার করেছি। কোনো উদ্দেশ্য ছাড়াই আমি একজন ফুটবলারকে মারাত্মকভাবে আহত করেছি। তার দ্রুত সুস্থতা কামনা করছি। জগতের সবটুকু শক্তি তার সহায় হোক।’
ফ্লুমিনেন্সের যুবদল থেকে উঠে ২০০৫ সালে সিনিয়র দলে অভিষেক হয় মার্সেলোর। পরের দুই বছর সেখানেই খেলেন তিনি। ২০০৭ সালে ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান তিনি। ১৫ বছরে দলটির হয়ে রেকর্ড ২৫টি শিরোপা জেতেন রক্ষণভাগের এই খেলোয়াড়। মাদ্রিদের ক্লাবটিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৪৬ ম্যাচ খেলেন তিনি।
৩৪ বছর বয়সী মার্সেলো রিয়ালের সঙ্গে চুক্তি শেষের পর গত সেপ্টেম্বর ফ্রি ট্রান্সফারে অলিম্পিয়াকোসে যোগ দেন। গ্রীসের শীর্ষ লিগে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর গত ১৮ ফেব্রুয়ারি ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন তিনি। এরপর ফিরে যান শৈশবের ক্লাবে। ১৬ বছর পর ফ্লুমিনেন্সের হয়ে খেলছেন মার্সেলো। ব্রাজিলিয়ান ক্লাবটির সঙ্গে ২০২৪ সালের শেষ পর্যন্ত চুক্তি করেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০