স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে দলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড। তাকে দলে ভেড়াতে ম্যানচেস্টারের দলটির খরচ পড়েছে ৪৬.৫ মিলিয়ন পাউন্ড। ইংলিশ জায়ান্টরা তার সঙ্গে পাঁচ মৌসুমের জন্য চুক্তির ব্যাপারে সম্মত হয়েছে।
আয়াক্সের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২০ ম্যাচ খেলেছেন মার্টিনেজ। দুইবার জিতেছেন ডাচ লিগের শিরোপা। ২০২১-২২ মৌসুমে হয়েছেন আয়াক্সের সেরা খেলোয়াড়। রক্ষণের শক্তি বাড়িয়ে দারুণ উচ্ছ্বসিত ম্যান ইউ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। অভিষেক হয়েছিল ২০১৯ সালের মার্চে।
মার্টিনেজের দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য এখন শুধু মেডিকেলের অপেক্ষা। মেডিকেলের জন্য এরই মধ্যে ম্যানচেস্টারে পৌঁছে গেছেন তিনি। ম্যান ইউ’র নতুন কোচ এরিক টেন হাগের শিষ্য মার্টিনেজ। আয়াক্সে তাদের রসায়ন ছিল ভালো। দারুণ এক বাঁ-পায়ের সেন্ট্রাল ডিফেন্ডার তিনি।
চলতি দলবদলে মার্টিনেজের আগে ম্যানচেস্টারের ক্লাবটি দলে টেনেছে তাইরেল মালাসিয়া ও ক্রিশ্চিয়ান এরিকসেনকে। তিন বছরের চুক্তিতে এরিকসেনকে দলে নিয়েছে ইউনাইটেড শিবির। তাকে দলে ভেড়ানোর কথা আনুষ্ঠানিকভাবে এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের দলটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০