স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করলো ইন্টার মিলান। সেমিফাইনালের দ্বিতীয় লেগে এসি মিলানকে হারিয়েছে ইন্টার মিলান।
দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করলো দলটি। সেমিফাইনালের প্রথম লেগে এস মিলানকে ৩-০ গোলে হারিয়ে ছিলো দলটি। রাতে দ্বিতীয় লিগে হারিয়েছে ১-০ গোলে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে পিছিয়ে পড়ে মাঠে নামা এসি মিলান দ্বিতীয় লেগেও নিজেদের ভাগ্য বদলাতে পারে। ভালো খেলেছে, সমানে সমান লড়াই করেছে, তবে শেষ পর্যন্ত গোলেরই দেখা পায়নি। এক আর্জেন্টাইনের কাছেই হারতে হয়েছে তাদেরকে।
দুই মিলানের ম্যাচটির প্রথমার্ধে কেউ লিড নিতে পারেনি। আক্রমণ-পাল্টা আক্রমণ শেষে প্রথমার্ধ শষ করতে হয় গোল শুন্য সমতায়। প্রথম লেগে এগিয়ে থাকায় ফুরফুরে মেজাজে খেলতে থাকে ইন্টার মিলান।
বিরতির পর দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে ইন্টার। শেষ পর্যন্ত ম্যাচের ৭৪তম মিনিটে অধরা গোল ধরা দেয়। আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ রোমেলু লুকাকুর পাস থেকে পাওয়া বল পাঠিয়ে দেন এসি মিলানের জালে। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিলান।
ম্যাচের বাকীটা সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি এসি মিলান। লিড নেওয়া ইন্টার মিলানও গোল করতে পারেনি। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গেলো মার্টিনেজের দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post